নিউ লাইনস ইনস্টিটিউটের সিনিয়র ডিরেক্টর নিকোলাস হেরাস বলেছেন, এই সময়ে আইএসের পক্ষে মধ্য ও পূর্ব সিরিয়ায় দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করা লাভজনক হবে না।...এই মুহূর্তে তাদের দখল এবং শাসন করার মতো কাঠামো নেই। আর তা করলে আন্তর্জাতিক সম্প্রদায় ক্ষিপ্তভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হেরাস বলেন, এখনই বড় আকারে আক্রমণ করার পরিবর্তে সম্ভবত আইএস অপেক্ষা করবে আসাদ-পরবর্তী বিশৃঙ্খলা থেকে সুবিধা নেওয়ার জন্য।